জুমবাংলা ডেস্ক : দিনদুপুরে চুরি, সেটা যদি হয় আবার স্বয়ং পুলিশের বাসায়! এমনটাই ঘটেছে মাদারীপুরের কালকিনি উপজেলায় উপপরিদর্শক (এসআই) সঞ্জয় সাহার বাসায়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে দরজা ভেঙে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই সদ্য বিদায়ী এসআই সঞ্জয় সাহা পদোন্নতি পেয়ে বর্তমানে বরিশাল রেঞ্জে কর্মরত আছেন।
পুলিশ জানায়, এসআই সঞ্জয় সাহা অল্প কিছু দিন ধরে কালকিনি থানা থেকে পদোন্নতি পেয়ে বদলি হয়ে বরিশাল রেঞ্চে দায়িত্ব পালন করে আসছেন। এর জন্য তিনি তার কালকিনি উপজেলা সদরের ভাড়া বাসা তালাবদ্ধ রেখে বরিশাল থাকেন। কিন্তু সেই সুযোগটাই কাজে লাগিয়েছে চোর। দুপুরের দিকে চোর খালি বাসা পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি দামি মোবাইল ফোন নিয়ে যায়। এ চুরির ঘটনা জানাজানি হলে পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী এসআই সঞ্জয় সাহা যুগান্তরকে বলেন, আমার ভাড়া বাসা খালি থাকার সুযোগে দরজা ভেঙে চুরি করেছে চোরেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।