আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী বিক্ষোভের ঘটনায় উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরীতে দুই বাংলাদেশিসহ মোট পাঁচজনকে আটক করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। গত সোমবার এমনটা দাবি করেছেন দেশটির কর্মকর্তারা।
এদিকে আটককৃত ওই পাঁচজনের মধ্যে দুই বাংলাদেশি রয়েছে। অপর তিনজনের মধ্যে দুজন উত্তরপ্রদেশ ও একজন সীমাপুরীর বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ শোয়েইব (১৯), মোহাম্মদ আমির (২৪), ইউসুফ (৪০) ও দুই বাংলাদেশি মোহাম্মদ আজাদ ও মোহাম্মদ সুবহান। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত পাঁচজন ছাড়াও দুজন কিশোরকে আটক করা হয়েছে। ওই দুই কিশোরকে কিশোর বিচার বোর্ডে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


