জুমবাংলা ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাজার হার বাড়ছে। প্রতিষ্ঠানটির আইন শাখার মাধ্যমে বিচারাধীন মামলা মনিটর করা, প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের গুণগত মান উন্নয়ন, মানসম্পন্ন অনুসন্ধান, তদন্ত-সর্বোপরি কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির কারণে সাজার হার বাড়ছে।
বৃহস্পতিবার নিজ কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান।
দুদক সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দুদকের মামলায় সাজার হার বেড়ে ৭৭ দশমিক ১৭ হয়েছে, যা বিগত দিনের যে কোনো বছরের তুলনায় বেশি। চলতি বছরের এই সময়ে ৯২টি মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলায় ৭১ আসামির সাজা হয়েছে, খালাস পেয়েছেন ২১ জন।
গত বছর দুদকের মামলায় সাজার হার ছিল ৬২ দশমিক ৭৭ শতাংশ। ওই বছরে নিষ্পত্তি হয়েছিল ২৮২টি মামলা। সাজা হয়েছিল ১৭৭ আসামির, খালাস পেয়েছিলেন ১০৫ জন।
মোজাম্মেল হক খান আরও বলেন, ২০১৬ সাল থেকে চলতি বছর পর্যন্ত সাজার হার বেড়েছে। এর মধ্যে মানি লন্ডারিং মামলায় সাজার হার প্রায় শতভাগ। কমিশনের আগে ব্যুরো আমলের কিছু মামলা বিচারাধীন। সেগুলোর ক্ষেত্রেও সাজার হার বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। পর্যায়ক্রমে কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির কারণেই সাজার হার বাড়ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।