আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনার কারণে একটি পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়ার পর সেখানে থাকা ৭০ লাখ টাকারও বেশি অর্থের মালামাল গায়েব করে দেওয়ার অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ উঠেছে দুর্ঘটনাকবলিত এলাকার গ্রামবাসী ও আশপাশে থাকা পথচারীদের বিরুদ্ধে। সোমবার ভোর ৩টার দিকে মহারাষ্ট্রের ওসমানাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র।
এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত সোমবার ভোররাত ৩টার দিকে মহারাষ্ট্রের ওসমানাবাদের সোলাপুর-আওরঙ্গবাদ হাইওয়েতে টিভি ও মোবাইল ফোনসহ বিপুল অংকের পণ্যবাহী একটি ট্রাক উল্টে যায়। পরে দুর্ঘটনার খবর পেয়ে গ্রামবাসী ও আশপাশের পথচারীরা সেখানে যায় এবং ট্রাক থেকে মূল্যবান সেসব মালামাল নিয়ে চম্পট দেয়।
সংবাদমাধ্যমটিকে মঙ্গলবার এক কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনার পর হারিয়ে যাওয়া সেসব পণ্য উদ্ধারে দুর্ঘটনাকবলিত ওই এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এ লক্ষ্যে পুলিশসহ বিভিন্ন বাহিনী কাজ করছে।
তিনি আরও জানান, ‘দুর্ঘটনাকবলিত ওই ট্রাকটিতে মোবাইল ফোন, কম্পিউটার, এলইডি টিভি, খেলনাসহ আরও অনেক ইলেক্ট্রনিক পণ্য ছিল। রাস্তায় ট্রাকটি উল্টে যাওয়ার পরই গ্রামবাসী ও পথচারীরা এসে সেগুলো লুট করে নিয়ে যান। দুর্ঘটনাকবলিত স্থানসহ আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’
তিনি জানান, ট্রাকে থাকা পণ্য ফেরত দেওয়ার জন্য পুলিশের আহ্বানের পর অনেকেই কিছু কিছু জিনিস ফেরত দিয়েছেন। তবে বেশিরভাগ মানুষই এখনও ফেরত দেননি।
ওই এলাকার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মতিচান্দ রাথোড় জানান, ‘দুর্ঘটনার পর লুট হওয়া পণ্যের আর্থিক মূল্য ৭০ লাখ টাকারও বেশি। তবে এখন পর্যন্ত আমরা সেটার ৪০ শতাংশ উদ্ধার করতে সক্ষম হয়েছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।