Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিরোজ আনামের ওপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার রাত ১০টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। বিক্ষোভ চলে, ভোর ৪টা পর্যন্ত।
সকাল ১০টার মধ্যে ফিরোজের ওপর হামলাকারীদের আইনের আওতায় না আনলে আবারও বিক্ষোভের হুঁশিয়ারি দেয় তারা।
আন্দোলনকারীরা জানান, রাতে ক্যাম্পাসের হবিবুর রহমান মাঠে শিক্ষার্থী ফিরোজ আনামের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।