জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে ভারতের চিকিৎসক দেবী প্রসাদ শেঠির নারায়ণা হেলথ হাসপাতালের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খবর বাসসের।
আজ ইউজিসিতে সংস্থার সচিব ড. মো: খালেদ এবং নারায়ণা হেলথ সিটির চিফ অপারেটিং অফিসার (সিওও) জোসেফ পাসাঙ্গা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।
চুক্তির আওতায় ইউজিসি চেয়ারম্যান,সদস্যবৃন্দ,ইউজিসি’র কর্মকর্তা-কমচারী এবং তাদের পরিবারের নির্ভরশীল সকল সদস্য নারায়ণ হেলথ-এ উন্নত ও মানসম্পন্ন চিকিৎসা সেবা পাবেন।
অনুষ্ঠানে নারায়ণা হেলথ এর সিওও জোসেফ বলেন, ইউজিসি পরিবারের সদস্যদেরকে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিশেষ প্যাকেজ প্রদান করা হবে।এছাড়া ডাক্তারের সাক্ষাৎ-পরামর্শ, রোগী ভর্তি এবং আবাসন সুবিধার বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে সেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।
তিনি বলেন,এক্ষেত্রে একটি হট লাইন চালু করা হবে এবং বিশেষ সুবিধা কার্ড ইউজিসিকে সরবরাহ করা হবে।
উল্লেখ্য,ভারতের বিভিন্ন রাজ্যে নারায়ণা হেলথ এর ২৩টি হাসপাতাল/শাখা রয়েছে। ২০১৭ সালে এটি এশিয়ার সেরা হেলথ কেয়ার ব্র্যান্ডের পুরষ্কার অর্জন করে।দেবী প্রসাদ শেঠি নারায়ণা হেলথ এর চেয়ারম্যান ও উদ্যোক্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।