নিজস্ব প্রতিবেদকঃ রংপুরে জাতীয় দৈনিক দেশবাংলা’র বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী রংপুর চেম্বার অব কমার্স হলরুমে এ সম্মেলনের অনুষ্ঠিত হয়।
পত্রিকাটির রংপুর বিভাগীয় আবাসিক সম্পাদক বিশাল রহমানের সভাপতিত্বে এবং রংপুর বিভাগীয় ব্যূরো চীফ শাহ বায়েজিদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য সাংবাদিক ও দৈনিক দেশবাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাঈদুর রহমান রিমন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশবাংলার হেড অব নিউজ সজীব আকবর, সিলেট বিভাগীয় প্রধান ইসমাইল মাহমুদ, রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মানবাধিকার নেত্রী মিসেস চামেলী রহমান, দেশবাংলার ডেস্ক ইনচার্জ মেহেদী হাসান রিয়াদ, সিনিয়র রিপোর্টার আজিজুল ইসলাম প্রমূখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।