জুমবাংলা ডেস্ক : পৌষ শেষ হতে না হতেই আরেকটি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) কুড়িগ্রাম, পঞ্চগড়সহ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, এই পরিস্থিতি থাকবে আগামী দুই দিন। এরপর শুরু হতে পারে বৃষ্টিপাত।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের কুড়িগ্রাম, পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কাল-পরশু পর্যন্ত অব্যাহত থাকবে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এ শৈত্যপ্রবাহ রংপুর বিভাগের অন্যান্য এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে। এ সময় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই আবহাওয়ার পরিবর্তন আগামী ৪৮ ঘণ্টায় খানিকটা দেখা যাবে। কিন্তু বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়ার সিনপটিক অবস্থা বলছে, উপমহাদেশের উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।