স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেই আইপিএল খেলতে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। আজ রবিবার সকালে জাতীয় দলের সঙ্গে দেশে ফেরেন তিনি। তবে কোভিড প্রটোকলের কারণে বিমানবন্দর থেকে বাইরে না এসেই বিকেলের একটি ফ্লাইটে ভারতে রওনা দেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, মুস্তাফিজ দেশে ফিরলেও বিমানবন্দর থেকে বের হননি, ভেতরেই আছেন। কোভিড প্রটোকলের কারণে বের হননি তিনি। আজ বিকেল ৩টা ৪০ মিনিটে আইপিএল খেলতে ভারতে যাচ্ছেন তিনি।
আইপিএলের এবারের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন মুস্তাফিজ। ভারতের পৌঁছানোর পর সাত দিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে বাঁ হাতি এই পেসারকে। কোয়ারেন্টিন শেষে দলের সঙ্গে যোগ দিবেন তিনি। যার কারণে ১২ এপ্রিল রাজস্থানের প্রথম ম্যাচে খেলতে পারছেন না তিনি। ফিটনেস ঠিক থাকলে ১৫ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে তাকে।
এবারের আসরে রাজস্থান রয়্যালসে মুস্তাফিজের পাশাপাশি বিদেশি ক্রিকেটার হিসেবে রয়েছেন ডেভিড মিলার, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, বেন স্টোকস, ক্রিস মরিস, জফরা আর্চার, অ্যান্ড্রু টাই। তবে জফরা আর্চার ইনজুরিতে পড়ায় আইপিএলের শুরুর দিকে মুস্তাফিজের খেলার সুযোগ বেশিই থাকছে।
মুস্তাফিজ এ নিয়ে মোট চতুর্থবারের মতো আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ হয়ে শুরু হয় তার। প্রথম মৌসুমেই দারুণ খেলে দুই মৌসুম হায়দরাবাদে কাটিয়ে মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিয়েছিলেন তিনি। এবার রাজস্থান রয়্যালস দিয়ে চতুর্থবারের মতো আইপিএলে খেলবেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



