মুরগির খাঁচার নিচে বাঁধা রশি, টান দিলেই বাড়ে ওজন!
জুমবাংলা ডেস্ক : মুরগির দোকানের ওজন স্কেলের ওপরে রাখা খাঁচা। খাঁচার নিচে বাঁধা রশি। ক্রেতা এলেই বড় খাঁচা থেকে মুরগি ধরে তোলা হয় ওজন স্কেলের খাঁচায়। আর খাঁচার সাথে বাঁধা সেই রশি ধরে টান দিয়ে হুলুস্থুল করে নামিয়ে জবাই করে বুঝে নেন ওজন অনুযায়ী টাকা। এভাবে মুরগির ওজন কারচুপি করতে গিয়ে গত বুধবার দুপুরে ধরা পড়েছে চট্টগ্রামের পটিয়া উপজেলা মুন্সেফ বাজারের সেলিম পোল্ট্রি অ্যান্ড সেলস সেন্টার।
এ অপরাধে দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে দোকানি সেলিমকে এ অর্থদণ্ড দেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।