স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের ইতিহাসে ‘প্রথম’ কৃষ্ণাঙ্গ আফ্রিকান অধিনায়ক হিসেবে সংক্ষিপ্ত ফরম্যাটে দায়িত্ব পেয়েছেন তেম্বা বাভুমা। তার সঙ্গে টেস্টে নতুন অধিনায়ক করা হয়েছে ওপেনার ডিন এলগারকে। টেস্টে তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন বাভুমা।
মূলত কুইন্টন ডি ককের কাছ থেকেই এই দায়িত্ব ভার বুঝে পেলেন দু’জন। গত বছরের শেষ দিকে সংক্ষিপ্ত সংস্করণের নেতৃত্বভার বুঝে নিয়েছিলেন। টেস্টের দায়িত্বটা ছিল অস্থায়ীভিত্তিতে, শুধু ২০২০-২১ মৌসুমের গ্রীষ্মকাল পর্যন্ত।
গেল ডিসেম্বর-জানুয়ারিতে ডি ককের নেতৃত্বে শ্রীলঙ্কাকে ঘরের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারালেও পাকিস্তানের মাটিতে হেরেছে ২-০ ব্যবধানে। ডি ককের অধীনে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ (৩-০)হয়েছে প্রোটিয়ারা। এই অবস্থায় বড় পরিকল্পনার জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান বাভুমাকে।