আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে বিস্তার বাড়াতে শুরু করেছে আসাদুদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম। জায়গায় জায়গায় সদস্য বাড়াচ্ছে তারা। এই পরিস্থিতিতে আসাদুদ্দিনের রাজনীতি নিয়ে সরব হলেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
রাজ্যের কুড়িটা জেলায় মিম সক্রিয় সংগঠন গড়ে তোলার কাজ শুরু করেছে ইতিমধ্যেই। সবচেয়ে জোর পড়েছে মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার মত জেলায়। ছোট-বড় জনসভা করে চলছে দলের প্রচার এবং সদস্য সংগ্রহ।
রাজ্যের নেতাদের দাবি, গোটা রাজ্যে গত নভেম্বর পর্যন্ত ২০ লক্ষেরও বেশি সদস্য হয়েছেন। কেবল মুর্শিদাবাদ জেলাতেই সদস্য সংখ্যা সাড়ে চার লাখ। ওই জেলায় এখন মিমের পনেরোটা পার্টি অফিস। রাজ্যে কোনও রাজনৈতিক দলের এমন দ্রুত স্ফীতি দেখা যায়নি। রাজ্যে মিমের আনুষ্ঠানিক সূচনা এখনও হয়নি। দলের কর্ণধার আসাদুদ্দিন ওয়াইসি এখনও রাজ্যে পা রাখেননি।
এই প্রসঙ্গে রবিবার ট্যুইট করেছেন তসলিমা। তিনি বলেন, ‘মিডিয়াই আসাদুদ্দিনকে হিরো বানিয়ে দিয়েছে। এবার পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখতে চলেছে মিম। মুসলিমদের মধ্যে জনপ্রিয়তা বাড়াচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে ধর্মভিত্তিক রাজনীতির কোনও জায়গা নেই।’
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করবে আসাদুদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন (মিম)৷ একুশের বিধানসভা নির্বাচনে সবকটি আসনেই প্রার্থী দেওয়ার কথা ভাবছে আসাদুদ্দিন ওয়াইসির দল৷ জানুয়ারি মাসে ব্রিগেড সমাবেশের মাধ্যমে তার প্রস্তুতি শুরু করার কথা ছিল৷ কিন্তু তার আগেই তারা রাস্তায় নেমে পড়েন। ডিসেম্বরে মিছিল করেন উত্তরবঙ্গে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


