জুমবাংলা ডেস্ক : নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে একটি ট্রাক্টরের ভেতরে লুকিয়ে রাখা ৭২০ গ্রাম হেরোইন জব্দ করেছে র্যাব। সেই সঙ্গে দুজনকে আটকের পর মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে। আজ সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
এ সব তথ্য জানিয়েছে র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছাইতনলা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গিধনীপাড়া গ্রামের বাসিন্দা ইউসুফ আলী (৪০) ও লিটন মিয়া (৩৫)।
কোম্পানি কমান্ডার মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘রাতে ছাইতনলা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মাহেন্দ্র ট্রাক্টরে তল্লাশি করা হয়। এ সময় ইউসুফ আলী ও লিটন মিয়ার দেওয়া তথ্যমতে ট্রাক্টরের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের আটক করে মামলা দায়ের করা হয়েছে।’
র্যাবের এ কর্মকর্তারা আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র্যাবকে জানায় তাঁরা দীর্ঘদিন থেকে মাদক কারবার করে আসছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে নওগাঁ, বগুড়াসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করত। সকালে আসামিদের থানায় কাছে হস্তান্তর করা হয়েছে।’
এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ‘র্যাবের পক্ষ থেকে আসামিদের থানায় হস্তান্তরের পর আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
শাহজালালে ভিভিআইপি চলাচলে আলাদা টার্মিনালের পরিকল্পনা, যেসব সুবিধা থাকবে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।