জুমবাংলা ডেস্ক : ফগ, সিগনেচার, হেবা গোল্ড, কোবরা কিংবা ব্লু লেডি ব্র্যান্ড ছাড়াও দেশীয় সুগন্ধিও নকল তৈরি করে আসছিল মুনস্টার মার্কেটিং প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটি।
এছাড়াও সনি ব্রাভিয়া, এলজি ও স্যামসাংয়ের ইলেকট্রনিক্স পণ্যও নকল তৈরি হচ্ছিল প্রতিষ্ঠানটির নারায়ণগঞ্জের কারখানাটিতে। কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১০০ কোটি টাকা মূল্যের নকল পণ্য উদ্ধার করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনভর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় মুনস্টার মার্কেটিং প্রাইভেট লিমিটেডের কারখানায় চলে এ অভিযান। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিকসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় মুনস্টার মার্কেটিং প্রাইভেট লিমিটেডের কারখানায় নকল পণ্য তৈরি হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে বিএসটিআইয়ের সহায়তায় অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, দেশীয় ও বিদেশি সুগন্ধিসহ ইলেকট্রনিক্সের নকল পণ্যে কারখানা সয়লাব। ইলেকট্রনিক্স পণ্যগুলোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের তৈরি লেখা। কিন্তু পণ্যগুলো উৎপাদন হয়েছিল ওই কারখানায়ই। প্রতিষ্ঠানের মালিক বেলায়েত হোসেনসহ কর্মরত মাঈনুল ইসলাম, আমিনুল ইসলাম, মো. সোহাগ, মো. কাওসার, রাজিব সেরনিয়াবাত ও সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। আসামিদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।