নতুন করে প্রেমে পড়েছেন সারা

সারা আলি খান

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুত ও কার্তিক আরিয়ানের সঙ্গে সারার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। সুশান্তের মৃত্যুর পর এই গুঞ্জন পুরোপুরি চাপা পড়ে যায়। আর কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কের ইতি ঘটে ‘লাভ আজকাল’ ছবি মুক্তির কিছুদিন পরেই। এবার শোনা গেল, নতুন করে প্রেমে পড়েছেন সারা আলি খান।
সারা আলি খান
আগের দু’জন বলিউড অভিনেতা হলেও এবার যাঁকে নিয়ে গুঞ্জন, তিনি বলিউডের কেউ নন; বরং ক্রিকেটের সঙ্গে তাঁর নিত্য ওঠাবসা। তিনি ভারতের জাতীয় দলের ক্রিকেটার শুভমান গিল। সম্প্রতি এই ক্রিকেটারের সঙ্গে নৈশভোজেও গিয়েছিলেন সারা।

এর পর থেকেই এই বলিউড অভিনেত্রীর নতুন প্রেম নিয়ে শোরগোল পড়ে গেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সারার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা গেছে, পুরোনো দিনের হিন্দি রোমান্টিক গানের সঙ্গে কোমর দুলিয়ে নাচছেন সারা। তা দেখেই নেটিজেনরা মন্তব্য করেছেন, নতুন প্রেম নিয়ে মহানন্দে আছেন এই অভিনেত্রী। তাই পৃথিবীর সবই তাঁর কাছে আনন্দময় হয়ে উঠেছে। কিন্তু এসব মন্তব্য নিয়ে সারা বা শুভমান দু’জনের কেউই মুখ খোলেননি।

কোন প্রতিযোগীরা নয়, ‘বিগবস’-এ এবার সালমান খান নিজেই খেলবেন