জুমবাংলা ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সোমবার সারাদেশে নতুন করে দুই হাজার ৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এক দিনে এত মানুষ হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা এটিই প্রথম।
এর মধ্যে রাজধানী ঢাকায় এক হাজার ১৫৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় ৯০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার এ সংখ্যা ছিল এক হাজার ৮৭০ জন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭ হাজার ৪৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৯ হাজার ৭৬১ জন ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন। হাসপাতালে বর্তমানে সাত হাজার ৬৫৮ রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার ৩৮ সরকারি-বেসরকারি হাসপাতালে চার হাজার ৯৬২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলায় দুই হাজার ৬৯৬ জন ভর্তি রয়েছেন।
এ নিয়ে চলতি মাসে প্রথম পাঁচ দিনেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়াল। সোমবারও ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে ডেঙ্গুতে ৭৫ জনের মৃত্যু হওয়ার ব্যাপারে জানা গেছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর এ পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।