স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখার স্বপ্ন পূরণ থেকে আর মাত্র দুই ম্যাচ দূরে লিওনেল মেসি। স্বপ্নের ট্রফির স্বাদ পেতে মুখিয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। নতুন এক ট্যাটুতে যেন বিশ্বকাপ জয়ের বার্তা দিলেন আর্জেন্টাইন খুদে জাদুকর।
মেসির ডান পায়ের পেশিতে দেখা গেছে নতুন ট্যাটু। দু-হাতে ধরে থাকা বিশ্বকাপ শিরোপা। পাশে লেখা কাতার ২০২২।
নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়ের পরে স্বপ্নপূরণের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেছেন লিওনেল মেসি। আর বাকি দুটি ম্যাচ। জিতলেই দিয়েগো ম্যারাডোনার কীর্তি স্পর্শ করবেন এলএমটেন। রেফারিং নিয়ে ক্ষোভের মধ্যেও তাই লক্ষ্যে স্থির তিনি। কোচ লিওনেল স্ক্যালোনি বিশ্রাম দিলেও জিমে নিজেকে ব্যস্ত রাখছেন আর্জেন্টাইন সুপারস্টার।
কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর ট্রেনিং গ্রাউন্ডে স্থানীয় সময় শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে আর্জেন্টিনার রিকভারি সেশন ছিল। এদিন দুপুর থেকেই সাংবাদিকদের ভিড় জমতে শুরু করে। শেষ চারে উঠে মেসিরা কতটা ফুরফুরে রয়েছেন, দেখাই ছিল মূল উদ্দেশ্য।
কিন্তু সেখানে দেখা গেল না মেসিকে। আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্টের এক কর্মী বলেন, ‘মেসির কোনো সমস্যা নেই। সে হোস্টেলের জিমে ট্রেনিং করছে। টানা ম্যাচ খেলে ক্লান্ত হয়ে পড়েছে। এ কারণেই তাকে অনুশীলনে বিশ্রাম দেয়া হয়েছে।’
তাহলে জিমে কী করছেন পিএসজি ফরোয়ার্ড? আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্টের সদস্য হাসতে হাসতে বলেন, ‘মেসি যেকোনো মূল্যে এবার শিরোপা জিততে মরিয়া। কোচ তাকে বিশ্রাম দিলেও নিজেকে তৈরি রাখতে জিমে ট্রেনিং করছে। একেবারেই সময় নষ্ট করতে রাজি নয়।’
তিনি আরও জানান, লুসেল স্টেডিয়াম থেকে ফিরেই ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচের রেকর্ডিং দেখতে বসে পড়েছিলেন মেসি। সেমিফাইনালে লুকা মদ্রিচরা যে তাকে আটকাতে বিশেষ পরিকল্পনা নেবেন, তা খুব ভালো করেই জানেন আর্জেন্টাইন অধিনায়ক। এ কারণেই সামান্য সময়ও নষ্ট করতে রাজি নন তিনি। জানা গেছে, জিম থেকে ফিরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটান মেসি।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে ডাচদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারায় আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ ড্র হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা শেষেও ম্যাচের মীমাংসা না হওয়ায় টাইব্রেকার অনুষ্ঠিত হয়।
তার আগে এবারের কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচে ব্রাজিলকে হারিয়ে সেমিতে ওঠে ক্রোয়েশিয়া। মেসিদের মতো তারাও জয় পায় টাইব্রেকারে। ম্যাচের প্রথম ৯০ মিনিট ছিল গোলশূন্য। খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে ফল দাঁড়ায় ১-১। ফলে ভাগ্য গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে ক্রোয়েশিয়া জেতে ৪-২ ব্যবধানে।
এবার ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। লুসাইল স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লড়াইয়ে তারা মাঠে নামবে বাংলাদেশ সময় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ১টায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।