নতুন যে কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের এক দফা দাবিতে আগামীকাল সোমবার বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি পালন করবে।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্ল্যাটফর্মের সমন্বয়ক নাহিদ ইসলাম তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি নিহতদের স্মরণে সোমবার সারাদেশে শহীদ স্মৃতিফলক উন্মোচন করবে তারা।

শাহবাগ মোড়ে বেলা ১১টায় শ্রমিক সমাবেশ এবং বিকাল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়া শিক্ষার্থীরা মঙ্গলবার (৬ জুলাই) ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দেন এবং তাদের কর্মসূচি সফল করতে শিক্ষার্থী, নাগরিক ও শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়।

এছাড়া ‘ছাড়তে হবে ক্ষমতা, ঢাকাই আস জনতা’ স্লোগানে এ দিন দুপুর ২টায় শাহবাগ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।

একই সঙ্গে সব এলাকা, গ্রাম, উপজেলা ও জেলায় শিক্ষার্থীদের নেতৃত্বে একটি করে ‘সংগ্রাম কমিটি’ গঠনের আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইন্টারনেট বন্ধ হলে আমাদের অপহরণ, গ্রেপ্তার, হত্যা করা হয়। যদি ঘোষণা দেওয়ার মতো কেউ না থাকে সরকারের পতন না হওয়া পর্যন্ত এক দফা দাবি নিয়ে রাজপথ দখল করে শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

সংকট কাটাতে সর্বনিম্ন সুদহারে ক্রেডিট কার্ড দিচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক