জুমবাংলা ডেস্ক : বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার লঞ্চটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশে সদরঘাট ছেড়ে এসে রাত ৩টার দিকে ঝািলকাঠি জেলার নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে পৌঁছালে ইঞ্জিনরুমে বিকট শব্দে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এ ঘটনায় মৃত্যুর মুখ থেকে প্রাণে ফিরে এসেছে একই পরিবারের তিনজন। মা মাধবী কর্মকার, ছেলে ২৫ বছর বয়সী শুভ কর্মকার ও ১৬ বছর বয়সী কন্যা দেবস্মিতা।
তারা সবাই অভিযান-১০ লঞ্চের দোতলার কেবিনের যাত্রী ছিল। যাত্রীদের চিৎকারে ঘুম ভাঙে মেয়ে দেবস্মিতার। তারপর সে মা ও ভাইকে ঘুম থেকে ডেকে তোলে। শুভ কেবিনের দরজা খুলেই নিচতলায় ইঞ্জিন রুমের ভেতর আগুন জ্বলতে দেখে। এরপর তারা পানিতে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
মা মাধবী কর্মকার ও ছেলে সাঁতার জানলেও সাঁতার জানত না দেবস্মিতা। এ জন্য মেয়ের হাতে একটা কাপড়ের পুঁটলি দেওয়া হয়। পরে অনেক কষ্টে সাঁতরে কূলে ফেরেন মা, মেয়ে ও ছেলে। এ যেন নতুন করে আবার জীবনকে ফিরে পাওয়া।
শুভ্র ও দেবস্মিতার বাবা পাথরঘাটা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য বিনয় ভূষণ কর্মকার এ যাত্রায় তাদের সঙ্গে ছিলেন না।
https://inews.zoombangla.com/%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%93-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।