জুমবাংলা ডেস্ক: নরসিংদীতে ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রোববার (২০ এপ্রিল) দুপুরে নরসিংদী পৌরসভার বিলাসদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার নরসিংদী পৌর এলাকার বিলাসদী মহল্লার বাসিন্দা প্রবাসী খোকন আহমেদের মেয়ে এবং শহরের ব্রাহ্মন্দী বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া দুপুরে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। এ সময় রেললাইন ধরে হাঁটতে থাকলে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম।
তিনি জানান, ঘটনাস্থল থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।