নাকের এলার্জি হচ্ছে এমন এক সমস্যা যা অনেক মানুষের জন্য ভোগান্তি তৈরি করে। চলুন জেনে নেই নাকের এলার্জি বলতে কী বোঝায়। কিছু নির্দিষ্ট কারণে হাঁচি এবং সর্দি কাশির উৎপত্তি হলে সেটাকে এলার্জি হিসেবে ধরে নেওয়া হয়ে থাকে। সেটা খাবার থেকে হতে পারে অথবা অতিরিক্ত ধুলোবালি থেকে হতে পারে।
ধরন একটি নির্দিষ্ট খাবার খাওয়ার পর আপনার হাঁচি এবং সর্দি কাশির উৎপত্তি হয়। আবার ঘরের বাইরের রাস্তাঘাটের ধুলাবালি এবং বিছানার ময়লা পরিষ্কার করার সময় একই ধরনের ঘটনা ঘটতে পারে।
এসব ক্ষেত্রে নাকের এলার্জি হয়েছে বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ নাকের টিস্যুর সেনসিটিভিটি এতটা বেড়ে যায় যে মাংসপিন্ডে যখন ধুলার স্পর্শ পায় তখন হাঁচি বা সর্দি কাশির উৎপত্তি ঘটে। অনেক সময় নির্দিষ্ট গন্ধ থেকে বা খাবার থেকে এমনটি ঘটতে পারে।
এই ধরনের ঘটনার ক্ষেত্রে রোগীকে নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধ খেতে হয়। অনেক সময় নাজেল স্প্রে প্রেসক্রিপশনে উল্লেখ করে থাকে ডাক্তার। এসব নাজেল স্প্রে বেশি উপকারী হিসেবে বিবেচিত। বাজারের নির্দিষ্ট কিছু ট্যাবলেট রয়েছে যা এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
আপনি যদি নাক, কান, গলা নিয়ে বিশেষজ্ঞ কোন ডাক্তারের কাছে যান তাহলে সে সুস্পষ্টভাবে বলতে পারবে যে কোন কোন বিষয়ে আপনার নাকের এলার্জি রয়েছে। কিছু সুনির্দিষ্ট অভ্যাস গড়ে তুলতে পারলে এলার্জি থেকে দূরে থাকা যায়।
যেমন ঘর অথবা বিছানা পরিষ্কার করার সময় মাস্ক পড়তে পারেন। নির্দিষ্ট খাবারের জন্য এলার্জি হলে ওই সকল খাবার কম খেতে পারেন বা এড়িয়ে চলতে পারেন। বাইরের ধুলাবালি থেকে নিজেকে রক্ষা করার জন্য মাস্ক পরিধান করা ভালো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।