আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সবচেয়ে বড় ঢাল মাস্ক। দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠায় বিভিন্ন নানা রঙের এবং নানা ধরনের মাস্ক শোভা পাচ্ছে বিশ্বব্যাপী মানুষের মুখে। তবে বাইরে খাবার খেতে গেলে মাস্ক নিয়ে পড়তে হয় কিছুটা সমস্যায়।
এবার সেই সমস্যার সমাধানে শুধু নাক ঢেকে রাখা অ্যান্টি ভাইরাস মাস্ক “কোস্ক” আনছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আতমান নামে একটি প্রতিষ্ঠান এই বিশেষ ধরনের মাস্ক বাজারে আনছে। অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কোপাং বিশেষ এই মাস্কের ১০টির একটি বাক্স বিক্রি করছে ৮.১৩ মার্কিন ডলারে।
বিশেষ এই মাস্কের রয়েছে দুইটি অংশ। মুখের অংশ নাকের ওপর উঠিয়ে খাওয়া-দাওয়া করা যায়।
প্রচলিত মুখ ঢেকে রাখার মাস্কের নিচে পরা যাবে কোস্ক। খাওয়ার সময় মাস্ক সরিয়ে খাওয়া যাবে বলে নির্মাতারা জানিয়েছেন।
তবে, এই মাস্ক নিয়ে অনেকেই উপহাস করছেন। তাদের মতে মুখ খোলা রেখে নাকে মাস্ক করার কোনো মানেই হয় না।
যদিও কয়েকটি গবেষণায় দেখা গেছে, মানুষের শরীরে করোনা ভাইরাস প্রবেশের সবচেয়ে সহজ পথ হলো নাক। তাই নাকে মাস্ক পরাটা যতটা অদ্ভূত মনে হচ্ছে বিষয়টা ততটা অদ্ভূত নয় বলে জানিয়েছে গার্ডিয়ান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।