আন্তর্জাতিক ডেস্ক : বুধবার পশ্চিমবঙ্গের দু’দিনের সফরে কলকাতায় পৌঁছলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আগামী দুদিন উনি যোগ দেবেন একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচিতে।
এই সফর পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে খুব তাৎপর্যপূর্ণ কারণ আগামী বছর রাজ্যে বিধানসভার ভোট। পশ্চিমবঙ্গ কে পাখির চোখ করে এগুচ্ছে বিজেপি এবং পার্টির বাংলা অভিযানের নেতৃত্বে রয়েছেন অমিত শাহ। “এই সফরে সবথেকে থেকে গুরুত্বপূর্ণ হল অমিত শাহ র দুই মধ্যাহ্নভোজ” জানিয়েছেন বিজেপির এক প্রথম সারির নেতা।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলে এক আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজ করবেন অমিত শাহ। পরের দিন অর্থাৎ শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রীর দুপুর বেলা খাবারের আয়োজন করা হয়েছে এক মাতুয়া বাড়িতে।
আদতে বাংলাদেশের বাসিন্দা এই মাতুয়া সম্প্রদায়ের অধিকাংশ মানুষ ভারতে এসেছেন দেশভাগের অনেক পরে। উদ্বাস্তু হবার কারণে তাদের অনেক সমস্যা রয়েছে। আর তাই এক মাতুয়া পরিবারের সাথে মধ্যাহ্নভোজ সেরে বিশেষ বার্তা দেবেন শাহ, জানিয়েছেন এক বিজেপি নেতা।
রাজনৈতিক মহল মনে করছে,লোকসভায় উদ্বাস্তুদের একটা বড় অংশের সমর্থন পেয়েছিল বিজেপি কিন্তু এখন তাদের মনোভাব নিয়ে দুশ্চিন্তা আছে বিজেপির। কারণ নাগরিকত্ব আইন এখনো কার্যকরী হয়নি প্রতিশ্রুতি মতো। বিজেপি সরকার এখনো কোনো উদ্বাস্তুকে নাগরিকত্ব দিতে পারেনি।
বাংলার উদ্বাস্তু অধ্যুষিত এলাকার বিজেপি নেতারা একাধিকবার এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন দলের অন্দরে । বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর অমিত শাহ কে চিঠি দিয়েছেন। বিধানসভা ভোটে যাতে তার কোনো প্রভাব না পড়ে তারই চেষ্টা করছে বিজেপি।
নতুন নাগরিকত্ব আইন এর রূপকার শাহ এই বিষয়ে কী বলেন তা জানার জন্য শুধু মতুয়া সম্প্রদায় নয়, অপেক্ষা করছে সারা রাজ্যের মানুষ , জানান এক বিজেপি নেতা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং বিজেপির মূল প্রতিপক্ষ মমতা ব্যানার্জি এই নতুন নাগরিকত্ব আইন এর তীব্র বিরোধিতা করেছেন, কারণ এই আইনে কেবল মুসলিম ব্যতীত সকলকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
“পশ্চিমবঙ্গে প্রায় ৩০ শতাংশ মুসলমানের বসবাস …আগামী নির্বাচনে তাই নাগরিকত্ব আইন হতে চলেছে এক গুরুত্বপূর্ণ বিষয়। হিন্দু সম্প্রদায়ের মন জয় করার জন্য অমিত শাহ কি বলেন সেটাই দেখার”-জানিয়েছেন এক রাজনৈতিক বিশ্লেষক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।