রাতে মাঠে নামছে ব্রাজিল, খেলা শুরু হচ্ছে যখন

ফাঁস হয়ে গেল ব্রাজিলের বিশ্বকাপ জার্সিও

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ নিশ্চিত করে ফেলায় বাছাইপর্বে ব্রাজিলের বাকি ম্যাচগুলো মূলত নিয়মরক্ষার। তবু লাতিন অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে জিততে মরিয়া পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। দলে নেই নেইমারের মতো তারকা। বৃহস্পতিবার দিবাগত রাতে বাছাই পর্বের ম্যাচে অপরাজিত থাকার চ্যালেঞ্জ ব্রাজিলের সামনে।

ফাইল ছবি

ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে ২০১৫ সালের পর অপরাজিত টানা ৩০ ম্যাচ। ইকুয়েডরের কুইতোয় রদ্রিগো পাজ দেলগাদো স্টেডিয়ামে খেলার চ্যালেঞ্জটা অবশ্য সহজ হবে না ব্রাজিলের। সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার ৭০০ মিটার উঁচু স্টেডিয়ামটিতে সর্বশেষ চার ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় শুরু হবে ব্রাজিল-ইকুয়েডর ম্যাচটি। পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষেই। ইকুয়েডরের বিপক্ষে টানা ১২ ম্যাচে হারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলা ভিনিসিয়ুস জুনিয়র খেলবেন এই ম্যাচে। ব্রাজিলের জার্সিতে ৯ ম্যাচে গোল পাননি তিনি। এই ম্যাচে ভিনিসিয়ুস গোলের দেখা পান কিনা সেটা দেখার বিষয়।