স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে আজ সোমবার আফগানিস্তানের কাছে ৬২ রানে হেরেছে বাংলাদেশ। যথারীতি সেই জঘন্য ব্যাটিং দেখা গেছে। তবে মূল মঞ্চে খেলার আগেই একটি জায়গায় আপাতত নামিবিয়ার পেছনে পড়ে গেছে বাংলাদেশ! গতকাল উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বাংলাদেশকে পেছনে ফেলে দিয়েছে ‘ছোট দল’ খ্যাত নামিবিয়া।
গত সাত বিশ্বকাপের সব আসরে খেলা বাংলাদেশকে টপকে নামিবিয়া এখন আইসিসি পূর্ণ সদস্য দলের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি জয়ের মালিক।
আইসিসি পূর্ণ সদস্য দলের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের জয় মাত্র একটি। আর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে নামা নামিবিয়ার জয় এখন দুটি।
২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে আর কোনো জয়ের দেখা পায়নি লাল-সবুজের দল। ২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্যের তকমা পায় আয়ারল্যান্ড। গত বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই সেই আইরিশদের হারিয়ে দেয় নামিবিয়া। গতকাল পেল দ্বিতীয় জয়। বাংলাদেশ কি পারবে এই রেকর্ডে ফের নামিবিয়াকে ধরে ফেলতে?
বার্সেলোনার আদালতে নেইমারের বিচার শুরু, হতে পারে ৫ বছরের জেল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।