আন্তর্জাতিক ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুয়েতের ডেপুটি আমির ও যুবরাজ শেখ নাওফ আল আহমদ আল জাবের আল সাবাহ। কুয়েতের বার্তা সংস্থা কুনা এ খবর প্রকাশ করেছে।
কুনার খবরে বলা হয়েছে, কুয়েতের ডেপুটি আমির ও যুবরাজ শেখ নাওফ আল আহমদ আল জাবের আল সাবাহ নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুস সালাত জামে মসজিদে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদের কাছে পাঠানো এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে আহতদের সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এরমধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে। বাকি মুসল্লিদের অবস্থাও আশঙ্কাজনক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।