
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির ভয়াবহ অগ্নুৎপাতের ঘটনায় সোমবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ জনে। পুলিশ মৃতের সংখ্যা নিশ্চিত করেছে। খবর এএফপি’র।
Advertisement
মৃত দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশের মুখপাত্র জানান, অকল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন আরেক ব্যক্তি রোববার মারা গেছে।
৯ ডিসেম্বর অগ্নুৎপাত ঘটার সময় ওই দ্বীপে ৪৭ ব্যক্তি উপস্থিত ছিল। তাদের অধিকাংশই অস্ট্রেলিয়ার পর্যটক। তাদের ২৫ জনকে হাসাপাতালে ভর্তি করা হয়। তাদের অনেকের অবস্থাই গুরুতর। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

