আন্তর্জাতিক ডেস্ক : তার দাদা কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদের কবরগাহ পরিদর্শনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতে চাইলে বৃহস্পতিবার পুলিশ তাকে বাধা দিয়েছে দাবি করে এই অভিযোগ করেন তিনি। গত বছরের আগস্ট মাসেও একই অভিযোগ করেছিলেন ইলতিজা। এর কিছুদিন আগে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর তার মা মেহবুবা মুফতিসহ কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ফরুক আবদুল্লাহ এবং ওমর আবদুল্লাহসহ আরো অন্তত শতাধিক রাজনৈতিক নেতাকে আটক করে ভারত সরকার। -নিউজ১৮, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।
ইলতিজার বরাত দিয়ে বার্তাসংস্থা আইএএনএস জানায়, তিনি তার দাদার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার দরগাহে যেতে চেয়েছিলেন। এবিষয়ে অনুমতির জন্য কর্তৃপক্ষের কাছে তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা এবং গাড়িচালককে পাঠিয়েছিলেন, তবে তাদের ফিরিয়ে দেয়া হয়েছে। মুফতি মোহাম্মদ সাঈদের কবরগাহটি শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দূরে অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকায় অবস্থিত।
সংবাদ সংস্থা পিটিআইকে ইলতিজা বলেন, আমাকে কোথাও যেতে দেয়া হচ্ছেনা। ক্ষোভের সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, নাতনী হিসেবে দাদার কবর পরিদর্শনে যাওয়া কি অপরাধ? তারা কি ভেবেছে যে আমি সেখানে পাথর ছুঁড়ে বিক্ষোভ করতে যাচ্ছি? পুলিশ এবং সরকার বাড়াবাড়ি করছে দাবি করে করে তিনি বলেন, তারা উপত্যকায় শান্তি চায় না। উল্লেখ্য, শ্রীনগরের গুপকর রোডে তার মা এবং তার বাসগৃহের চারপাশে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। সেখানে কোনো সাংবাদিককে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


