জুমবাংলা ডেস্ক: যশোর শহরের মুজিব সড়কের লেভেল ক্রসিং এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কা থেকে এক শিশুকে রক্ষা করতে পারলেও নিজের প্রাণ রক্ষা করতে পারেননি ব্যবসায়ী আবদুল হাকিম (৫৫)।
মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে ৮টায়। মৃত ব্যবসায়ী হাকিম যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার আবদুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের ওপর দিয়ে বাড়িতে যাচ্ছিল পাঁচ বছর বয়সী এক শিশু। এসময় খুলনা থেকে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেন দ্রুতগিততে ছুটে আসছিল। এসময় শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসেন হাকিম। তিনি শিশুটিকে ট্রেনের ধাক্কা থেকে রক্ষা করতে পারলেও নিজের প্রাণ রক্ষা করতে পারেননি। শিশুটিকে বাঁচাতে গিয়ে রেললাইনের উপর পা পিচলে পড়ে গেলে মাথায় চলন্ত ট্রেনের ধাক্কা লাগে।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী হাকিমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।