আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেছেন, ভারতীয় সেনা জওয়ানরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযান চালানোর জন্য তৈরি রয়েছে। সংসদ চাইলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেব আমরা।
গতকাল শনিবার একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
নারাভানে বলেন, বহু বছর আগে পার্লামেন্টে প্রস্তাব পাশ করা হয়েছিল যে, পুরো জম্মু-কাশ্মিরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পার্লামেন্ট যদি চায়, পাকিস্তান অধিকৃত কাশ্মরও আমাদের বলে গণ্য হোক ও তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়, তা হলেই আমরা উপযুক্ত পদক্ষেপ নেব।
ভারতের সেনাপ্রধান বলেন, ভারতীয় সেনা জওয়ানরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযান চালানোর জন্য সবরকমভাবে তৈরি রয়েছে। সংসদ চাইলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেব আমরা। তারপর থেকে তা ভারতের অধীনেই থাকবে। কারণ এই বিষয়ে সংসদে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জম্মু ও কাশ্মীরের সমস্ত অংশ ভারতের অন্তর্গত। সেই অনুযায়ী, পাকিস্তানের দখল করে নেওয়া অংশও রয়েছে। তাই সেনা নির্দেশ পেলেই সঙ্গে সঙ্গে এই বিষয়ে ব্যবস্থা নেবে।
নিজের সহকর্মীদের ভারতীয় সংবিধান এর প্রতি সর্বদা অনুগত থাকার বার্তা দেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, বিচার, স্বাধীনতা, সাম্যতা এবং ভ্রাতৃত্বের ধারণার ওপর ভিত্তি করে গড়ে ওঠা ভারতীয় সংবিধানের শপথ নিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছি আমরা। একথা সবসময় মাথায় রেখে কাজ করতে হবে। কোনও অবস্থাতেই তা ভুলে গেলে চলবে না।
পাকিস্তান সম্পর্কে কড়া মনোভাব দেখালেও চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ওপর জোর দেন এম এম নারাভানে। চীনের সঙ্গে থাকা সীমান্ত সমস্যার পাকাপাকি সমাধানের জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও ইঙ্গিত দেন। বিভিন্ন সময় দু’দেশের সেনার মধ্যে হওয়া সীমান্তগত বিবাদের দ্রুত মীমাংসা করা ও একে অপরের সমস্যা সম্পর্কে আলোচনার জন্য একটি হটলাইন চালু করারও প্রস্তাব দেন তিনি।
উল্লেখ্য ৩১ ডিসেম্বর দেশের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন নারাভানে। আর নতুন পদ সৃষ্টির পর দেশের প্রথম ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।
সপ্তাহ কয়েক আগে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভকারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন জেনারেল বিপিন রাওয়াত।
অনেকের মতে, সেই বিতর্কিত মন্তব্যে প্রলেপ দিতেই এদিন সংবাদ সম্মেলনে সংবিধান ও প্রস্তাবনার প্রসঙ্গ তুলেছেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


