স্পোর্টস ডেস্ক: মালয়েশিয়ায় আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্ব খেলতে গত শনিবার (৮ জানুয়ারি) দেশ ছেড়েছে বাংলাদেশ নারী দল। তবে সেদলে জায়গা হয়নি জাহানারা আলমের। তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। কিন্তু নারী দল মালয়েশিয়া পৌঁছানোর আগেই ক্ষুব্ধ জাহানারা বিসিবিকে একটি চিঠি দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে লেখা এক চিঠিতে নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি।
২০২২ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে কমনওয়েলথ গেমসের বাছাই পর্বের টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ঘোষিত ১৫ সদস্যের দলে ছিলেন না জাহানারা আলম। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে জানান, ‘জাহানারার কিছু শৃঙ্খলাজনিত সমস্যা ছিল। জিম্বাবুয়েতে কোচ, ক্রিকেটারদের সঙ্গে সে যে আচরণ করেছে, সেটার জন্য ও আরও কঠিন শাস্তি পেতে পারত। আমরা শুধু সতর্ক করার জন্যই তাকে বাদ দিয়েছি।’
কিন্তু জাহানারা ক্ষুব্ধ হয়ে বিসিবিকে চিঠি দিয়েছেন। অভিযোগপত্রে তিনি লিখেছেন নিজের অসন্তুষ্ট কথা। চিঠির সত্যতা নিশ্চিত করলেও ঠিক কী কারণে ক্ষুব্ধ হয়ে জাহানারা এই অভিযোগ পত্র দিয়েছেন, সেটি পরিষ্কার করেনি ক্রিকেট বোর্ড।
বিসিবির কাছে লেখা চিঠিতে মঞ্জুরুলের বিরুদ্ধে অব্যবস্থাপনা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন জাহানারা। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীও বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। এদিকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জাহানারার মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে পাওয়া চিঠি গুরুত্বসহকারে দেখবে বোর্ড।
এদিকে জাহানারা বাদ পড়ায় নতুন অধিনায়ক পেয়েছে দল। ওয়ানডের পর টি-টোয়েন্টি দলেরও নেতৃত্ব পেয়েছেন কিপার-ব্যাটার নিগার সুলতানা। তার আগে সবশেষ এই সংস্করণে অধিনায়ক ছিলেন অভিজ্ঞ সালমা খাতুন।
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আকতার মেঘলা ও সুরাইয়া আজমিন।
স্ট্যান্ড বাই: জাহানারা আলম, নুজহাত তাসনিয়া, খাদিজাতুল কোবরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।