
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী জো বাইডেন বুধবার বলেছেন, এ নির্বাচনে বিজয়ী হতে পারলে তিনি ইসরাইলে থাকা মার্কিন দূতাবাস জেরুজালেমেই রাখবেন। এরআগে তেল আবিব থেকে এটি সরিয়ে নেয়ার ব্যাপারে ২০১৭ সালে গ্রহণ করা ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্ত তিনি সমর্থন করেননি। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের সাবেক এ ভাইস প্রেসিডেন্ট বলেন, এ দূতাবাস কখনো সরানো উচিত হবে না, কারণ এ সিদ্ধান্ত হচ্ছে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে একটি ব্যাপক ভিত্তিক মধ্যপ্রাচ্য শান্তি চুক্তির অংশ।
বাইডেন তহবিল সংগ্রহের এক ভার্চুয়াল অনুষ্ঠানে বলেন, ‘এখন এটার কাজ শেষ। আমি এ দূতাবাস তেল আবিবে সরিয়ে নেয়ার পদক্ষেপ নেবো না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।