Advertisement
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহ আলম সিদ্দিকী।
বৃহস্পতিবার দুপুরে (১৯ সেপ্টেম্বর) জেলা সদরের দারোয়ানীতে অবস্থিত ৫৬ বিজিবি’র সদর দফতরে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহ আলম সিদ্দিকী বলেন, সীমান্ত চোরাচালান প্রতিরোধ, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড শূন্যের কোটায় নিয়ে আসতে কাজ করছে বিজিবি। এ জন্য সীমান্ত এলাকাগুলোতে জনসচেতনতামূলক ক্যাম্পেইন এবং সমাবেশ করা হচ্ছে বিভিন্ন সময়।
মতবিনিময়ে সাংবাদিকদের মধ্যে তাহমিন হক ববি, আতিয়ার রহমান, আসাদুজ্জামান টিপু, ভুবন রায় নিখিল, নুর আলম, মিল্লাদুর রহমান মামুন শুভেচ্ছা বক্তব্য দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।