কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ঘরে শনিবার (২৩ জানুয়ারি) থেকে বসবাস শুরু করবে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ১৪০ গৃহহীন পরিবার।
শনিবার ঘরগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অসহায় এসব উপকারভোগীদের কাছে এক একটি ঘর যেন ‘স্বপ্ননীড়’। স্বপ্ননীড়ে উঠতে উদগ্রীব ও অধীর অপেক্ষায় ছিলেন গৃহহীন উপকারভোগীরা। সে স্বপ্নের অবসান হবে শনিবার। তাই উপকারভোগীদের মাঝে উৎসব আর আনন্দের বন্যা বইছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগান নিয়ে মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১৪০ ভূমিহীন ও গৃহহীনদ পরিবারের মাঝে এই ঘর দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সারাদেশের মত এ উপজেলার ১৪০টি পরিবারকে ঘর এবং প্রতিটি পরিবারকে ২ শতাংশ করে জমি প্রদান করবেন।
ঘর দেওয়ার ক্ষেত্রে ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা ষাটোর্দ্ধ প্রবীণ ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছে। খাস জমিতে ব্যারাক নির্মাণের মাধ্যমে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদান করে একক গৃহ নির্মাণ করা হয়েছে। দুই কক্ষবিশিষ্ট সেমি পাকা ঘরে একটি টয়লেট, একটি রান্না ঘর ও ইউটিলিটি স্পেস রয়েছে। প্রতিটি ঘর নির্মাণ বাবদ এক লাখ ৭১ হাজার টাকা খরচ হয়েছে।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর উপকারভোগীদেরকে ঘরগুলো বুঝিয়ে দেওয়া হবে। মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ঘর ও জমি উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দিত।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।