কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজারে আগুনে ২১টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে ৩০টি দোকানের।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
এলাকাবাসী জানান, সকালে হঠাৎ করে বড়ভিটা বাজারে আগুনের লেলিহান শিখা দেখা যায়। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কিশোরগঞ্জ, জলঢাকা ও নীলফামারী থেকে আসা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ২১টি দোকানের সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।
ব্যবসায়ী সাদাকাতের কাপড় দোকানের আইপিএস থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা শুকনা খাবার বিতরণ করছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করে আমরা আর্থিক সহযোগিতা করার চেষ্টা করব।’
উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রকৃত ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।