নেদারল্যান্ডসকে ২৮৭ রানের টার্গেট দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ডাচ পেসার বাস ডি লিডের বোলিং তোপে তিনশ’র আগেই আটকে গেল রিজওয়ান-ইফতেখাররা। ৩৮ রানে তিন উইকেট হারানো পাকিস্তান শেষ পর্যন্ত সৌদ-রিজওয়ানের ব্যাটে পায় লড়াকু পুঁজি। ৪৯ ওভারে ২৮৬ রান তুলতেই গুটিয়ে যায় পাকিস্তান।

নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ২৮৭ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। ডাচদের হয়ে দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট নিয়েছেন বাস ডি লিড।

আজ (৬ অক্টোবর) ভারতের হায়দ্রাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পাকিস্তান-নেদারল্যান্ডস।

হায়দ্রাবাদে প্রথমে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ডাচ বোলারদের আঘাতে ৩৮ রানের মধ্যেই ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটার। ইনিংসের চতুর্থ ওভারে ১২ রানে ফিরে যান পাক ওপেনার ফখর জামান। মাত্র ৫ রান করা বাবরকে আউট করেন স্পিনার কলিন অ্যাকারম্যান। ৪ রানের ব্যবধানে আরেক ওপেনার ইমামও ১৫ রানে সাজঘরে ফেরেন।

চতুর্থ উইকেট জুটিতে ১২০ রান সংগ্রহ করেন শাকিল-রিজওয়ান। মাত্র ৩২ বলে ফিফটি পূরণ করে ৬৮ রানে আউট হন শাকিল। ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক পূরণ করে শাকিলের সমান ৬৮ রানে বোল্ড হন এই উইকেটকিপার ব্যাটার। ১৫৮ থেকে ১৮৮ রানের আরও তিন উইকেট হারায় পাকিস্তান। সপ্তম জুটিতে ৬৪ রানের জুটি গড়েন শাদাব ও নওয়াজ। ৩২ রানে বাস ডি লিডের বলে আউট হন পাক অলরাউন্ডার। ৩৯ করে রান আউট হন নওয়াজ।

পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম উল, বাবর আজম, মোহাম্মদ রিওজয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ।

নিউজিল্যান্ডের একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক ও’ডাউড, কলিন আকারম্যান, স্কট এডওয়ার্ডস, বাস ডি লিড, তেজা নিদামানুরু, শাকিব জুলফিকার, লগান ফন বিক, রিওলফ ফন ডার মারউই, পল ফন মিরকেরান, আরিয়ান দত্ত।