আন্তর্জাতিক ডেস্ক: নেপালের পর্যটন নগরী পোখরার বিধ্বস্ত উড়োজাহাজ থেকে জীবিত কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় সময় সোমবার নেপাল সেনাবাহিনীর মুখপাত্র কৃষ্ণ প্রাসাদ ভাণ্ডারি এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রবিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইন্সের দুই ইঞ্জিন বিশিষ্ট উড়োজাহাজ এটিআর ৭২-৫০০ পোখরায় অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয়। খবর এনডিটিভি।
নেপাল সেনাবাহিনীর মুখপাত্র কৃষ্ণ প্রাসাদ ভাণ্ডারি বলেছেন, দুর্ঘটনাস্থল থেকে আমরা কাউকে জীবিত উদ্ধার করিনি। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) বলছে, বিধ্বস্ত উড়োজাহাজের সকল আরোহী মারা গেছেন। কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে তা এখনো পরিষ্কার হয়নি।
এনডিটিভি বলছে, উদ্ধারকারীরা উড়োজাহাজের ধ্বংসাবশেষের কাছে একটি মোবাইল ফোন খুঁজে পেয়েছেন। তাতে উড়োজাহাজটি পড়ে যাওয়ার ঠিক আগ মূহুর্তের ভিডিও পাওয়া গেছে বলে মনে করা হচ্ছে। এতে এক যাত্রীকে জানালা দিয়ে নিচের পোখরা শহর ও সহযাত্রীদের ভিডিও করতে দেখা যায়।
এ ভিডিওতে উড়োজাহজাটির ভেতরের শেষ মূহুর্তের অবস্থা উঠে এসেছে। তবে ভিডিওটির সত্যতা নির্ধারণ করা যায়নি উড়োজাহাজটির আরোহীদের মধ্যে ৬৮ জন যাত্রী, বাকিরা ক্রু। যাত্রীদের মধ্যে ১৫ জন বিদেশি নাগরিক ছিলেন।
তাদের পাঁচজন ভারতীয়, চারজন রুশ, দুজন দক্ষিণ কোরীয় এবং আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও আর্জেন্টিনার একজন করে।
ছিল না কোন খাবার পানি, যা খেয়ে অলৌকভাবে গভীর সমুদ্র থেকে বেঁচে ফিরলেন তারা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।