নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স এর আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২০ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স(আইআইএস) এর পরিচালক ড. আবদুল্লাহ্-আল মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফারুক উদ্দিন। অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিঞা, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং আইআইএস’সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলমের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামের সামনে থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।