জুমবাংলা ডেস্ক: পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভায় আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম নির্বাচন। এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু জোমাদ্দার।
এই পৌরসভা নির্বাচনে নৌকা বিজয়ী হলে পৌরবাসীর ট্যাক্স মওকুফ করার ঘোষণা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম। সেই সাথে তিনি পৌরবাসীর পক্ষে নিজেই সরকারের রাজস্ব খাতে তা পরিশোধ করার অঙ্গীকার করেছেন।
মিরাজুল ইসলাম বলেন, ‘আগামী ১৭ জুলাই নবগঠিত ভাণ্ডারিয়া পৌরসভার প্রথম নির্বাচন। পৌরবাসী প্রথমবার ভোট দিয়ে তাদের মেয়র নির্বাচিত করবেন। এই নির্বাচনে নৌকার মোনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের উপজেলা সভাপতি ফায়জুর রশিদ খসরু জোমাদ্দার। তিনি ত্যাগী ও প্রবীণ নেতা।
নির্বাচনে নৌকা জিতলে পৌরবাসীর সব ট্যাক্স মওকুফ করে দেব। পৌরবাসীর পক্ষ থেকে আমি কষ্ট করে ট্যাক্স পরিশোধ করব।’
শুক্রবার (২৩ জুন) বিকেলে ভাণ্ডারিয়া পৌর শহরের রিজার্ভ পুকুর পাড়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র প্রার্থী ফায়জুর রশিদ খসরু প্রমুখ।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি হিসাবে প্রতি অর্থবছরে ভাণ্ডারিয়া পৌরসভা থেকে প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা ট্যাক্স আদায় হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।