জুমবাংলা ডেস্ক: পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী বছরের ৫ জানুয়ারি ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শনিবার (২৭ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের ৯০তম সভা শেষে সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী বছরের ৫ জানুয়ারি ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শনিবার (২৭ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের ৯০তম সভা শেষে সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
আর পঞ্চম ধাপে মোট ৭০৭ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে আগামী ০৫ জানুয়ারি। প্রতিটি কেন্দ্রে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ৫ জন পুলিশ, ২ জন আনসার বাহিনীর সদস্যের কাছে অস্ত্র থাকবে।
কমিশন সচিব আরও জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত ফোর্স প্রয়োজন হলে, নির্বাচন কমিশন সেটি দেবে।
সচিব জানান, এখনো পর্যন্ত ইউপি নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হয়েছে। আগামীকালও তাই হবে। কোনো আশঙ্কা নেই। নির্বাচনের কারণেই যে সহিংসতা হচ্ছে, তা নয়। পূর্ব শত্রুতার কারণে বা এলাকাভিত্তিক প্রভাবে হয়ে থাকে।
এর আগে গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি, ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।
রবিবার (২৮ নভেম্বর) তৃতীয় ধাপে এক হাজার ৭টি এবং চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর ৮৪০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ষষ্ঠ ধাপে বাকী ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
উল্লেখ্য, দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এরমধ্যে প্রায় চার হাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ইউনিয়নগুলোতে মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।