জুমবাংলা ডেস্ক গোপাল হালদার, পটুয়াখালী: আগামীকাল পটুয়াখালীর অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। ইতোমধ্যে আগামীকাল ঈদ পালনে এসব গ্রামের মুসল্লিরা প্রস্তুতি সম্পন্ন করেছেন।
মূলত বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে পটুয়াখালীর অর্ধশত গ্রামে ঈদ উদযাপিত হয়ে থাকে। বুধবার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে সকাল সারে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বদরপুর দরবার শরিফ মসজিদের ইমাম মাওলানা মো. শফিকুল আলম এই ঈদ জামাতে ইমামতি করবেন।
পটুয়াখালী সদর উপজেলার বদরপুর গ্রামের প্রায় দুই পরিবারের এক হাজার মুসলমান এই আগাম ঈদুল ফিতর উদযাপন করছেন। এ উপলক্ষে ওই গ্রামে সবার মাঝে ঈদের আনন্দ ও খুশি বিরাজ করছে।
বদরপুর দরবার শরিফ মসজিদের ইমাম মাওলানা মো. শফিকুল আলম বলেন, বদরপুরের দরবার শরিফের ছোট পীর মাওলানা মোস্তায়াসিম বিল্লাহ ও নাসির বিল্লাহ এ সংবাদ দিয়েছেন। বিশ্বের আকাশে চাঁদ দেখা গেছে, তাই তারা আগামীকাল ঈদের নামাজ আদায় করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।