জুমবাংলা ডেস্ক : পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় ধরা পড়ছে বড় বড় মাছ। আজ সোমবার পদ্মা নদীতে ধরা পড়েছে সাড়ে ১৪ কেজির বোয়াল, ১৩ কেজি ও সাড়ে ১২ কেজির দুটি কাতল মাছ।
জেলে বাসুদেব হালদারের জালে মাছ তিনটি ধরা পড়ে। মাছ তিনটি ক্রয় করেছেন দৌলতদিয়া ফেরি ঘাটের চাঁদনী মৎস্য আড়তের চান্দু।
দৌলতদিয়া ফেরি ঘাটের চাঁদনী মৎস্য আড়তের চান্দু জানান, পদ্মা নদীতে পানি কমার সঙ্গে বড় বড় মাছ ধরা পড়ছে। জেলে বাসুদেব দৌলতদিয়া ফেরি ঘাটে বিক্রির জন্য আনলে সাড়ে ১৪ কেজি ওজনের বোয়াল ২ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৩৫ হাজার ৫২৫ টাকা, ১৩ কেজি ওজনের কাতল ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ১৭ হাজার ৫৫০ টাকা ও ১২ কেজির কাতল ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ১৫ হাজার ৬০০ টাকায় কিনেছেন। প্রতি কেজিতে ১০০ টাকা করে বেশি পেলে বিক্রি করবেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে ফোনে যোগাযোগ করছেন বলে জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।