জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর পদ্মা নদীতে জেলে জালে ৩৫ কেজি ওজনের এক বাগাইড় মাছ ধরা পড়েছে। মঙ্গলবার ভোরে পদ্মা নদীর ৭নং ফেরিঘাটের পাশে স্থানীয় সাঈদ হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা যায়, দৌলতদিয়া পদ্মা নদীর বাহিরচর এলাকায় প্রতিদিনের মতো জেলে সাঈদ হালদার ও তার সহযোগীরা মাছ ধরতে গেলে ভোরে জাল তুলতেই দেখতে পায় বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ। পরে সকাল সাড়ে ৭টায় দৌলতদিয়া বাইপাস সড়কের পাশের মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য আনা হয়।
দৌলতদিয়া ফেরিঘাটের এক মাছ ব্যবসায়ী ১৩০০ টাকা কেজি দরে ৪৫ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন। স্থানীয় ব্যবসায়ী মো. সোহেল মোল্ল্যা বলেন, পদ্মা নদীতে বেশ কিছুদিন বড় কোনো মাছ পাওয়া যাচ্ছে না।
আজ বড় আকারের একটি মাছের সংবাদ জানতে পেরে মাছটি ক্রয় করেছি। বিভিন্ন জায়গায় ফোন করে মাছটি বিক্রির চেষ্টা করছি। আশা করছি আজকের মাছ থেকে বেশ লাভবান হতে পারবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।