জুমবাংলা ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেররশিয়া এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূর থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা
নিহতরা হলেন- উপজেলার পাঁকা ইউনিয়নের তেররশিয়া দক্ষিণপাঁকা গ্রামের মৃত আজাহারের ছেলে সাহাবুদ্দিন (৫২) ও তার ছেলে আব্দুল্লাহ(১৯)।
এর আগে মঙ্গলবার সকালে ছেলে আব্দুল্লাকে নিয়ে বাড়ির পাশে পদ্মা নদীতে ছোট নৌকা নিয়ে মাছ ধরতে যান বাবা সাহাবুদ্দিন। কিন্তু স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে গেলে নিখোঁজ হন তারা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম জানান, ঘটনাস্থল তেররশিয়া থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নারায়নপুর এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে প্রথমে বাবা সাহাবুদ্দিন ও পরে অল্প দূরে ছেলে আব্দুল্লাহর লাশ পাওয়া যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।