জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম মাদ্রাসার সহকারী পরিচালকের পদ হারিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল প্রায় সাড়ে ৩টা পর্যন্ত চলা মাদ্রাসা পরিচালনার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম (শুরা কমিটির) সভায় এই সিদ্ধান্ত হয়।
তার জায়গায় হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস (শিক্ষক) মাওলানা শেখ আহমদকে সহকারী পরিচালক করা হয়েছে। তবে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক (মুহতামিম) পদে থাকছেন শাহ আহমদ শফীই।
শুরা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমৃত্যু মাদ্রাসার মুহতামিম পদে থাকবেন তিনি। কাউকে ভারপ্রাপ্ত মুহতামিম বা দায়িত্বপ্রাপ্ত করা হয়নি।
নতুন সহকারী পরিচালক মাওলানা শেখ আহমদ হেফাজত আমির শফীর অনুসারী হিসেবে পরিচিত।
সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে জুনাইদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনামুল হক বলেন, সিদ্ধান্ত হুজুর (বাবুনগরী) শুনেছেন। এ বিষয়ে করণীয় ঠিক করতে তিনি সিনিয়রদের সাথে আলাপ করছেন। পরে জানাতে পারব।
হেফাজতের মহাসচিব জুনাইদ বাবুনগরী হাটহাজারী মাদ্রাসার দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদটি হারালেন বুধবারের এই সিদ্ধান্তের ফলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।