নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অগ্নি প্রকল্পের আওতায় সার্ভিস ম্যাপিং ও শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন।
সভাটি পরিচালনা ও অগ্নি প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন অগ্নি প্রকল্পের কর্মকর্তা মিতা রানী সরকার।
এসময় তিনি পাওয়ার পয়েন্টে মাধ্যমে অগ্নি প্রকল্পের আওতায় অ্যাওয়ারনেস, অ্যাকশান অ্যান্ড অ্যাডভোকেসি ফর জেন্ডার ইকুয়্যাল ও সেইফ স্পেস ফর উইমেন্স অ্যান্ড গার্লসের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, অগ্নি প্রকল্পটি মূলত রাজশাহী জেলার স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, ডিজিটাল প্ল্যাটফর্ম, স্থানীয় কমিউনিটিতে যৌন হয়রানী ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরী, রিপোর্টিং ও প্রতিকার এবং প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে কাজ করছে। সেই লক্ষ্যে উপজেলার ছয়টি স্কুলের ১২০০ শিক্ষার্থীদের সচেতনতামূলক সেশন, স্কুল পর্যায়ে যৌন হয়রানী কমিটি গঠন, ফলোআপ, কমিউনিটি পর্যায়ে অভিভাবক সভা ও টি-স্টল মিটিং এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. হাবিবা খাতুন।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ইসমে আজম, পুঠিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মাবিয়া রহমান, বায়া স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক এসএম মোশাররফ হোসেন।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা সমাজসেবা অফিসার মো. জাহিদ হাসান রাসেল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনএমএন জহুরুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার তন্ময়, ভূমি অফিসের কানুনগো নিশিথ কুমার, অগ্নি প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার ইজাজ আহমেদ চৌধুরী, স্বেচ্ছাসেবক সাকিল আহমেদ, জীবন বিশ্বাস, ব্র্যাক এরিয়া অফিস পবার ব্রাঞ্চ ম্যানেজার, সিএসও’র সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক, যৌন হয়রানি প্রতিকার কমিটির সভাপতি, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও সাংবাদিকবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।