আজ মঙ্গলবার ঢাকায় পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রসচিব পর্যায়ের চতুর্থ দফার বৈঠক। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, আর তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিষয়গুলোর ওপর আলোচনা হবে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হতে পারে ব্যবসা-বাণিজ্য এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে।
এফওসি বৈঠকের পর তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে আলাদা সাক্ষাৎও অনুষ্ঠিত হবে।
দুই দেশের সচিবদের এই বৈঠক কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।