Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home হোয়াইট হাউসে নজিরবিহীন সফরে পাকিস্তানি সেনাপ্রধান, রুদ্ধদ্বার বৈঠক হবে ট্রাম্পের সঙ্গে
    Bangladesh breaking news আন্তর্জাতিক

    হোয়াইট হাউসে নজিরবিহীন সফরে পাকিস্তানি সেনাপ্রধান, রুদ্ধদ্বার বৈঠক হবে ট্রাম্পের সঙ্গে

    Tarek HasanJune 18, 20254 Mins Read
    Advertisement

    আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। তাঁর এই সফর ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আসিম মুনিরের এই সফর নজিরবিহীনও বটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    পাকিস্তানি সেনাপ্রধান

    প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ বুধবার হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে স্বাগত জানাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের সরকারি সময়সূচিতে এই বৈঠকের উল্লেখ রয়েছে। এই বৈঠক হোয়াইট হাউসের ক্যাবিনেট কক্ষে হবে এবং সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ।

    ইসলামাবাদে এই সফরকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কারণ, চলতি মাসের শুরুতে ভারতের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করে। ভারতীয় গণমাধ্যম সেটিকে বড় সাফল্য হিসেবে তুলে ধরে। তখন পাকিস্তানি প্রতিনিধিরা এমন কোনো বৈঠক করতে পারেননি বলে তুলনা করা হচ্ছিল। এবার হোয়াইট হাউস থেকে মুনিরকে আমন্ত্রণ জানানোয় ইসলামাবাদে এটিকে ভারতীয় প্রচারণার জবাব হিসেবে দেখানো হচ্ছে।

    গত মাসে ভারত-পাকিস্তানের মধ্যকার আকাশপথে লড়াইয়ের পর এ ঘটনা পাকিস্তানের কূটনীতির জন্য বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে। সেই সংঘর্ষে দক্ষিণ এশিয়ায় পারমাণবিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেনাপ্রধান মুনির এখন পাঁচ দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

    গত মাসে পাকিস্তানের পাঁচ তারকা সেনা কর্মকর্তার পদে উন্নীত হন আসিম মুনির। ১৯৫৯ সালের পর এটাই প্রথম। সে সময় আইয়ুব খান এই পদে ছিলেন। যুক্তরাষ্ট্র সফরে তিনি এক বক্তব্যে ভারতকে ‘সভ্য রাষ্ট্রের’ মতো আচরণ করার আহ্বান জানান। বলেন, পাকিস্তানের ওপর কর্তৃত্ব দেখানোর চেষ্টা না করে আলোচনায় আসুক ভারত।

    গত সোমবার রাতে ওয়াশিংটনের জর্জটাউন এলাকায় ফোর সিজনস হোটেলে প্রবাসী পাকিস্তানিদের উদ্দেশে বক্তব্য দেন মুনির। সেখানে তিনি ভারতীয় দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেন। পেহেলগাম হামলার পেছনে পাকিস্তান রয়েছে—এমন অভিযোগকে তিনি ভারতীয় আগ্রাসনের অজুহাত বলে অভিহিত করেন। তিনি বলেন, ভারত আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘনের মাধ্যমে একটি বিপজ্জনক ‘নতুন স্বাভাবিকতা’ গড়তে চায়। পাকিস্তান তা কখনোই মেনে নেবে না, বরং শহীদ হওয়াকে শ্রেয় মনে করবে।

    হোটেলে মুনিরকে ফুল ছিটিয়ে অভিনন্দন জানানো হয়। তাঁর প্রশংসায় স্লোগান দেন উপস্থিত ব্যক্তিরা। তবে হোটেলের বাইরে ছিল বিরোধী দল পিটিআইয়ের নেতা-কর্মীদের বিক্ষোভ। তাঁরা দেশে গণতান্ত্রিক সংস্কার ও বন্দী নেতাদের মুক্তির দাবি জানান। তবে তাঁদের কণ্ঠ হোটেলের ভেতরে পৌঁছায়নি।

    বক্তব্যে সেনাপ্রধান মুনির আঞ্চলিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে ‘পরিষ্কার ও শক্ত সমর্থন’ দিচ্ছে পাকিস্তান। একই সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকেও সমর্থন জানায় ইসলামাবাদ। মুনির বলেন, ‘আমরা চাই এই যুদ্ধ এখনই থেমে যাক।’

    তবে সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসানের (আইএস-কে) বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে বাড়তি সহযোগিতা। গতকাল মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিলা বলেন, আইএস-কের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান ‘অসাধারণ অংশীদার’। বিশেষ করে পাকিস্তান-আফগান সীমান্তে পরিচালিত অভিযানের জন্য তিনি প্রশংসা করেন।

    মার্কিন কংগ্রেসের হাউস আর্মড সার্ভিসেস কমিটিকে কুরিলা জানান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তায় পাকিস্তান আইএস-কের বহু সদস্য হত্যা করেছে। আটক করেছে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে। এর মধ্যে রয়েছে মোহাম্মদ শরিফুল্লাহ, যিনি কাবুলের অ্যাবি গেট বিস্ফোরণের অন্যতম পরিকল্পনাকারী। সেই হামলায় ১৩ মার্কিন সেনাসদস্য নিহত হন।

    জেনারেল কুরিলা বলেন, ‘সবার আগে মুনির আমাকে ফোন করেন। বলেন, “আমি ওকে ধরেছি, যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে প্রস্তুত। দয়া করে প্রতিরক্ষামন্ত্রী ও প্রেসিডেন্টকে জানান।”এরপরই শরিফুল্লাহকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।’

    সিনেট আর্মড সার্ভিসেস কমিটিতেও জেনারেল কুরিলা বলেন, পাকিস্তান সীমান্ত এলাকায় আইএস-কে নির্মূলে ‘ডজন ডজন’ অভিযান চালিয়েছে। এখনো দক্ষিণ ও মধ্য এশিয়ায় জঙ্গিবাদ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাকিস্তান। তিনি বলেন, তালেবান আইএস-কে সদস্যদের সীমান্ত এলাকায় ঠেলে দিয়েছে। সেসব জায়গা থেকে তারা আঞ্চলিক মিত্রদের ছাড়াও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে।

    ২০২৪ সালে পাকিস্তানে এক হাজারেরও বেশি জঙ্গি হামলা হয়। এতে সাত শতাধিক নিরাপত্তাকর্মী ও আড়াই হাজারের মতো বেসামরিক নাগরিক নিহত হন। এমন পরিস্থিতির মধ্যেও পাকিস্তান সন্ত্রাসবিরোধী প্রচেষ্টায় ‘অসাধারণ অংশীদার’ বলে মন্তব্য করেন কুরিলা।

    প্রবাসীদের সঙ্গে আলাপে মুনির বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রবাসী পাকিস্তানিরা বড় ভূমিকা রাখছেন। তিনি মেধা পাচারের বিষয়টি গুরুত্ব না দিয়ে একে ‘মেধা অর্জন’ বলে উল্লেখ করেন। সেনাপ্রধান দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সরাসরি কিছু বলেননি। কেউ একজন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করতে চাইলে তিনি নিরুৎসাহিত করেন। আরেকজন রসিকতা করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষদের ‘সফটওয়্যার আপডেট’ করা উচিত। জবাবে মুনির বলেন, গণতান্ত্রিক সমাজে মত প্রকাশের অধিকার সুরক্ষিত থাকা উচিত।

    সাবেক মেয়র আইভী ২ দিনের রিমান্ডে

    আলোচনা শেষ হয় সেনাপ্রধান ও প্রবাসীদের পক্ষ থেকে একযোগে পাকিস্তানকে আরও শক্তিশালী ও টেকসই রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকারের মাধ্যমে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Asim Munir Trump meeting Asim Munir US visit June 2025 bangladesh, breaking Donald Trump Asim Munir lunch Four Seasons hotel Munir speech IS-K Pakistan operations IS-K US cooperation IS-Khorasan capture Sharifullah news Pakistan diaspora USA Pentagon praise Pakistan ISK fight Syed Asim Munir Washington DC আন্তর্জাতিক আসিম মুনির যুক্তরাষ্ট্র সফর ইরান-ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গে পাকিস্তানের অবস্থান ট্রাম্পের নজিরবিহীন পাকিস্তান ইরান ইসরায়েল যুদ্ধ পাকিস্তান সেনাপ্রধান যুক্তরাষ্ট্র সফর পাকিস্তান-যুক্তরাষ্ট্র সন্ত্রাসবিরোধী সহযোগিতা পাকিস্তানি পাকিস্তানি সেনাপ্রধান বৈঠক মুনির ট্রাম্প বৈঠক রুদ্ধদ্বার সঙ্গে সফরে সেনাপ্রধান হবে হাউসে হোয়াইট
    Related Posts
    লিতুন জিরা

    জিপিএ-৫ পেয়েছে হাত-পা ছাড়াই জন্ম নেয়া সেই লিতুন জিরা

    July 10, 2025
    এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের

    এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

    July 10, 2025
    আইনশৃঙ্খলা সমন্বয়

    নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা সমন্বয় কমিটি গঠন ইসির

    July 10, 2025
    সর্বশেষ খবর
    বৃত্ত

    ছবিটি জুম করে দেখুন রয়েছে ৫টিরও বেশি বৃত্ত, খুঁজে বের করার চ্যালেঞ্চ নিন

    রাত্রে ঘুম না আসার সমাধান

    রাত্রে ঘুম না আসার সমাধান: সহজ টিপস!

    iPhone 18 Pro and Pro Max

    iPhone 18 Pro and Pro Max to Feature Under-Display Face ID: What This Means for the Future of iPhones

    ওয়েব সিরিজ

    নতুন ওয়েব সিরিজ আসছে, গল্পে থাকছে রোমাঞ্চ ও নাটকীয় মোড়!

    কম বাজেটের ভালো ল্যাপটপ

    কম বাজেটের ভালো ল্যাপটপ: সেরা পছন্দসমূহ!

    Korean Content Meets AI

    সিজে ইএনএম-এর নতুন এআই অ্যানিমেশন সিরিজ ‘ক্যাট বিগি’

    ভ্রমণের ব্যাগে কী কী থাকা জরুরি

    ভ্রমণের ব্যাগে কী কী থাকা জরুরি? জানুন!

    scarlett-johansson

    Scarlett Johansson Crowned Box Office Queen: Inside Her $14.85 Billion Reign

    ওয়েব সিরিজ

    এই ওয়েব সিরিজগুলোতে প্রেম আর রহস্যের মিশেল, দেখার আগে একা থাকুন!

    golden visa uae

    UAE Golden Visa: Rayad Group Apologizes for False ₹23.3 Lakh Lifetime Residency Claim

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.