স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ক্রিকেটে কথার লড়াই নতুন কিছু নয়। প্রতিটি সিরিজের আগে ও পরে দল নির্বাচন নিয়ে তুমুল সমালোচনা হয়। এবার পাকিস্তানের নির্বাচকদের ওপর চটেছেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে মোহাম্মদ হারিসকে খেলানোয় তিনি নির্বাচকদের একহাত নিয়েছেন।
আফ্রিদির অভিযোগ, কোনো কিছু না দেখেই যাকে-তাকে জাতীয় দলের ক্যাপ পরানো হচ্ছে।
আফ্রিদির রাগের কারণ একেবারে অযৌক্তিক নয়। উইন্ডিজ সিরিজে সুযোগ পাওয়ার আগে ২১ বছর বয়সী হারিস মাত্র ২০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছিলেন। এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে রান করেছেন মাত্র ৫৩৮। যা মোটেও আহামরি কিছু নয়। তবে পিএসএলের সর্বশেষ আসরে ৫ ম্যাচে ১৮৬.৫ স্ট্রাইক রেটে ১৬৬ রান করে নির্বাচকদের নজর কাড়েন। অজিদের বিপক্ষে সুযোগ পান জাতীয় দলে। এরপর উইন্ডিজের বিপক্ষে অভিষেক সিরিজের তিন ম্যাচের দুটিতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেন ৬ ও ০ রান।
পাকিস্তানের টিভি চ্যানেল ‘সামা টিভি’কে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘মূর্খের মতো সিদ্ধান্ত নিয়েছে এই মানুষগুলো (নির্বাচকরা)। রমিজ রাজাকে তো এটা বলব না, তবে মোহাম্মদ ওয়াসিম (প্রধান নির্বাচক) যদি এখন শুনে থাকেন, তাকে বলতে চাই, এ ধরনের পদক্ষেপ নেবেন না। টি-টোয়েন্টির পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ওয়ানডের জন্য ক্রিকেটার নির্বাচন করছেন তারা। দুটি টি-টোয়েন্টিতে পারফর্ম করা ক্রিকেটারকে কেন ওয়ানডের জন্য নিচ্ছেন?’
আফ্রিদি আরো বলেন, ‘প্রক্রিয়াটা কি এতই সহজ? যাকে মন চায় পাকিস্তানের ক্যাপ দিয়ে দিচ্ছেন আপনারা। তরুণ ক্রিকেটারদের দলে নেওয়াকে আমিও সমর্থন করি, তবে তাদেরকে অন্তত ঘরোয়া ক্রিকেটে তো খেলতে দিন। দলে সরফরাজ ও রিজওয়ানও আছে। এমন নয় যে রিজওয়ানের ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে গেছে, তাই আপনি আরেকজনকে দলে নিয়ে আসলেন। ‘
না স্বামী, না সন্তান; ৩০৭ কোটির বিপুল সম্পতির মালিক কে হবে জানালেন রেখা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।