স্পোর্টস ডেস্ক; অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকরা। বাবর আজমকে অধিনায়ক করে ঘোষিত দল থেকে বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটার ফখর জামান।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে ভালো করতে পারেননি তিনি। ৬ ম্যাচে করেন মাত্র ৯৬ রান। দলের বিপদে উইকেটে সেট হওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। ফখরকে রিজার্ভে রেখে ব্যাটিং অর্ডারে পাকিস্তানের দলে ঢুকেছেন শান মাসুদ।
এছাড়া বোলিং আক্রমণে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি। ইনজুরির কারণে এশিয়া কাপে ছিলেন না তিনি। বিশ্বকাপ দলে আছেন অন্য পেসার মোহাম্মদ ওয়াসিম। তবে হাসান আলী, শাহনেওয়াজ দাহানি বাদ পড়েছেন।
ফখরের মতো মাসুদও বাঁ-হাতি ব্যাটার। সর্বশেষ পিএসএলে তিনি মুলতান সুলতানসের হয়ে ১২ ইনিংসে ১৩৮.১৫ স্ট্রাইক রেটে ৪৭৮ রান করেন। সম্প্রতি শেষ হওয়া ন্যাশনাল কাপে তিনি ৮ ইনিংসে ১২৭.৯৩ স্ট্রাইক রেটে ২০৪ রান করেছেন। তার ওই রানগুলো এসেছে মিডল অর্ডারে। পাকিস্তানের ব্যাটিং অর্ডারে যেখানে সমস্যা আছে বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানের বিশ্বকাপ দল: বাবর আজম, শাদাব খান, আসিফ আলী, হায়দার আলী, হ্যারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদীল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসমান কাদির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।